স্টাফ রিপোর্টার ॥ সচেতন জনসাধারণের ব্যানারে আন্দোলনের পর হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের হস্তক্ষেপে কয়েকদিন শহরে বিদ্যুত পরিস্থিতি স্বাভাবিক ছিলো। সম্প্রতি তার বদলীর আদেশের সাথেই সাথে আবারও ঘন ঘন লোডশেডিং শুরু করেছে পিডিবি। ভুক্তভোগী ও সাধারণ মানুষের অভিযোগ, রহস্যজনক কারণে হবিগঞ্জ পিডিবি লোডশেডিংয়ের শিডিউল প্রকাশ করছে না। আর সিডিউল না দিয়েই তাদের ইচ্ছামাপিক ২৪ ঘণ্টার মধ্যে এক ঘণ্টা পর পর ১০-১১ ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে। বিদ্যুত অফিস জানিয়েছে, শহরের বিদ্যুত ব্যবস্থাকে পিডিবি কয়েকটি ফিডারে ভাগ করেছে। আর এসব ফিডারে নিয়ম করে লোডশেডিং করা হয়। তবে বেশির ভাগ লোডশেডিং করা হয় শ্যামলী ফিডারের আওতাধীন সকল এলাকায়। অর্থাৎ এ ফিডারের আওতায় শায়েস্তানগর, রাজনগর, মোহনপুর, অনন্তপুর, ২নং পুলসহ বিভিন্ন এলাকার গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে জানান, দিনের বেলা লোডশেডিং করা হলে তো হাটাহাটি করে কোনো রকম চলাচল করা যায়। কিন্তু রাতের বেলাও সমানতালে লোডশেডিং করায় শিশু, বৃদ্ধসহ সকল বয়সী মানুষজনকে গরমের মধ্যে পড়তে হয় চরম অস্বস্থিতে। তাদের অভিযোগ, ওই ফিডারে ১ ঘণ্টা পর পর লোডশেডিং করা হলেও মাঝখানে আবার ১০ মিনিটের জন্য লোডশেডিং করা হয়। এতেই বুঝা যায়, পিডিবি ইচ্ছা করেই ওই ফিডারে অতিরিক্ত লোডশেডিং দিচ্ছে। গত বুধবার কোনো সিডিউল ছাড়া ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিদ্যুত বিহীন ছিলো শ্যামলী ফিডারের আওতাধীন সকল এলাকা। এ ছাড়াও সকাল ১০ টার পর থেকে নিয়মমাপিক ১ ঘণ্টা করে লোডশেডিং করা হয়। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ঘরে থাকা বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন। রাতের বেলা শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারছে না। এসব বিষয়ে বিদ্যুত অফিসের জরুরি নম্বরে ফোন দিয়ে কাউকে পাওয়া যায় না।