স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের বিভিন্ন বাজারে খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির বিস্কুট বিক্রি করা হচ্ছে। এসব বিস্কুটের গায়ে কোনো তারিখ নেই, নেই কোনো প্যাকেট। অল্প দামে ক্রয় করে অনেকেই তা খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। দাউদনগর, ড্রাইভার বাজার, পুরান বাজার, বাগুনিপাড়াসহ বিভিন্ন এলাকায় কাগজপত্র বিহীন বেকারিতে এসব নিম্নমানের বিস্কুট তৈরি হচ্ছে। আর এসব বিস্কুট শায়েস্তাগঞ্জের বিভিন্ন বাজার ও চায়ের দোকানে বিক্রি হচ্ছে। এসব বিস্কুটের গায়ে মেয়াদোত্তীর্ণ ও উৎপাদনের কোনো তারিখ নেই। নেই কোনো মোড়ক। তবুও খোলা আকাশের নিচে প্রতিটি বাজারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫০ থেকে শুরু করে ১শ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।