মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন সাংবাদিক শামীম ও তার স্ত্রী রেহানা

  • আপডেট টাইম বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একটি মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সাংবাদিক শামীম আহমেদ ও তার স্ত্রী রেহানা আক্তার। গতকাল ১৮ জুলাই উভয় পক্ষের আইনজীবিদের শুনানী শেষে বিচারক জাকির হোসেনের আদালত এই রায় প্রদান করেন। উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারী নোয়াপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমান সাংবাদিক শামীম আহমেদ ও তার স্ত্রী রেহেনা আক্তারকে আসামী করে উক্ত মামলাটি দায়ের করেন। পরবর্তীতে মাধবপুর থানার এসআই শামসুল ইসলাম প্রতিবেদন দাখিল করেন। গতকাল ওই মামলার রায়ে বিচারক আসামীদের মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। এ ব্যাপারে এডভোকেট মুহিত চৌধুরী জানান ভাই-বোনের সম্পত্তি নিয়ে মামলার শামীম আহমেদকে সম্পুর্ণ অন্যায়ভাবে যুক্ত করা হয়েছিল। বিচার জাকির স্যারের আদালতে আমরা ন্যায় বিচার পেয়েছি। এ ব্যাপারে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী খালেদ আহমেদ জানান- (সিআর ১৫/২৩ইং মাধবপুর) মামলাটি জাকির হোসেন স্যারের আদালত, আসামীগণদের মামলা থেকে অব্যাহতি প্রদান করেন ও মামলাটি নথিজাত করেন। সাংবাদিক শামীম আহমেদ জানান, আমি আমার আইনজীবির সাথে পরামর্শ করে নোয়াপাড়ার ওয়ারিশান ও এসএ খতিয়ান জালিয়াতকারী হাবিবুর রহমান এর বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের করব।
প্রকাশ, শামীম আহমেদ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দি ডেইলী অবজারবার পত্রিকার শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com