বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সম্পর্কে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ডেকেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে গতকাল রবিবার উপজেলার সর্বত্র মাইকযোগে প্রচারণা চালানো হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল হোসেন বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান-এর নিজ গ্রাম কচুয়াদি’র একটি রাস্তা উন্নয়নের লক্ষ্যে বরাদ্দ আসে। কোন কারণ ছাড়াই এ প্রকল্পের ফাইলে স্বাক্ষর দিতে অপারগতা প্রকাশ করে উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। ফলে প্রকল্পটি বাতিল হয়ে যায়। এ ব্যাপারে ওই মুক্তিযোদ্ধার দাখিলকৃত অভিযোগ তদন্তকালে স্থানীয় কোন কোন মুক্তিযোদ্ধা সাক্ষ্য প্রদান করেন। এতে ক্ষেপে যান উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। তিনি তদন্ত কর্মকর্তার সামনেই মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে কটুক্তি করেন।
এ ঘটনার জের ধরে তিনি মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে অপমানজনক কথাবার্তা বলেই বেড়াচ্ছেন। ইদানিং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ড্রেন নির্মাণ প্রকল্পে বরাদ্দ আসে। কিন্তু উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান তাতে স্বাক্ষর না দেয়ায় প্রকল্পটি বাতিল হয়ে যায়। এছাড়াও উপজেলা পরিষদস্থ বঙ্গবন্ধু ম্যুরাল ও শহীদ মিনারের ওয়াকওয়ে নির্মাণসহ কমপ্লেক্সের ভেতরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দ আসে। কিন্তু উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান-এর অবহেলা ও কামখেয়ালিপনার কারণে যথাসময়ে প্রকল্পগুলো বাস্তবায়ন না হওয়ায় অর্থ ফেরত যায়।
তিনি আরো বলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের অবহেলা ও খেয়ালিপনার কারণে আরো অনেক জনবান্ধব প্রকল্প ভেস্তে গেছে। তিনি নিজে এবং তার পুত্র সৈয়দ ইসলাম নানা ভাবে জনসাধারণকে হয়রানী ও প্রতারণা করে গাড়ি-বাড়ি ও বিপুল অর্থ-বিত্তের মালিন বনে গেছেন। তাদের আচরণে জনমনে মারাত্মক ক্ষোভ বিরাজ করছে।
ডা. আবুল হোসেন বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের এহেন অনিয়ম, দুর্নীতি ও মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা বিদ্বেষী আচরণের প্রতিবাদে সোমবার সকাল ১১টায় মানববন্ধন ও মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের আয়োজন করা হয়েছে। মানববন্ধনে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করবে।