প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক ছাত্রনেতা ও হবিগঞ্জ জেলা জাতীয় যুবসংহতির সাবেক সভাপতি কাজল আহমেদ হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ সদর উপজেলার রিচি হাড়িয়াকোণা মাজেরহাটি গোষ্ঠীর পঞ্চায়েত কমিটির উদ্যোগে এক গণসংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৫ জুলাই শনিবার রাত ৮ টায় রিচি মধ্যগ্রামে অনুষ্ঠিত হয়েছে। রিচি হাড়িয়াকোণা মাজেরহাটি গোষ্ঠীর পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ লাল মিয়া সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতর আলী পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ-৩ আসনের এমপি পদপ্রার্থী লায়ন প্রকৌশলী এম এ মমিন চৌধুরী বুলবুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রিচি গ্রাম পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি হাজী জিতু মিয়া, রিচি সমাজ কল্যাণ যুব সংঘের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ বরকত আলী, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জিতু মিয়া, রিচি হাড়িয়াকোণা পঞ্চায়েত কমিটির আহ্বায়ক সৈয়দ মোজাম্মেল হোসেন (মুছন মিয়া), ঈশানকোণা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোতাকাব্বির রাজ্জাক, হবিগঞ্জ জেলা জাতীয় সাংস্কৃতিক পার্টি যুগ্ম আহ্বায়ক ফরিদ মিয়া। বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বি মোঃ আলী আহমদ, আব্দুল মন্নান, সাবেক মেম্বার রইছ আলী, মোঃ ইউসুফ আলী, হাজী সকদ্দর আলী, হাজী ছায়েদ আলী, মোঃ আইয়ূব আলী,আঃ মন্নাফ,যুব সংঘের নেতা মোঃ শফিউল্লাহ, রকিবুল ইসলাম রকিব,ফরিদ মেম্বার, মোঃ রুস্তম আলী, কাইয়ূম মেম্বার, তাজুল ইসলাম দরবেশ, আব্দুর রউফ, আয়াত আলী,রইছ আলী,মাসুক, জলিল,রিপন, শাহ্ আলম, আফরোজ মিয়া, আব্দুল কাইয়ূম চৌধুরী, নূরুল করিম, আরজু মিয়া প্রমুখ।