স্টাফ রিপোর্টার ॥ জাল টাকা রাখার অপরাধে বানিয়াচংয়ের গ্যানিংবাজারে কেশব দত্ত নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক আজিজুল হক এ দণ্ডাদেশ দেন।
স্টেনোগ্রাফার মুখলেছুর রহমান ও পেশকার আব্দুল হাদী জুয়েল জানান, আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের কৃষ্ণমোহন দত্তের পুত্র কেশব দত্ত ২০০৮ সালের ২২ আগষ্ট বানিয়াচং উপজেলার গ্যানিংগঞ্জ বাজারে কেনাকাটা করতে যায়। এক পর্যায়ে দোকানদারকে ৫শ টাকার নোট দিলে এতে সন্দেহ হয় দোকানদারের। পরে যাচাই করে দেখা যায় নোটটি জাল। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ও জনপ্রতিনিধিরা তল্লাশী করে কেশবের কাছ থেকে ২১ হাজার ১শ টাকার জাল নোট উদ্ধার করেন।
এ ঘটনায় এএসআই বশির চন্দ্র দাশ বাদি হয়ে ওইদিনই মামলা দিয়ে কেশবকে আদালতে সোপর্দ করেন। পরবর্তীতে তদন্ত শেষে এসআই হাবিবুর রহমান একই বছরের ৩০ অক্টোবর আদালতে চার্জশীট দেন। কেশব দীর্ঘদিন জেল খাটার পর জামিনে মুক্ত হয়। তার পক্ষে আইনজীবী ছিলেন, ফারুক আহমেদ। তবে রায় প্রদানকালে আসামি পলাতক ছিল।
পেশকার আরও জানান, সাজা পরোয়ানা থানায় প্রেরণ করা হয়েছে।