স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বড় বাকৈর ইউনিয়নের বাউশি গ্রামে মহিলাকে মারপিট ও ভাংচুর করার দায়ে শিক্ষকসহ দুইজনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। তারা হল, একই গ্রামের মৃত সামাকান্ত দাসের পুত্র নবীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সন্তোষ চন্দ্র দাস (২৬) ও তার ভাই সুভাস চন্দ্র দাস (৩২)। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-৫ আদালতের বিচারক মো. জাকির হোসেনের আদালতে জামিন আবেদন করলে তাদের কারাগারে প্রেরণ করা হয়। বাদিপক্ষে মামলা পরিচালনা করেন, এডভোকেট আকবর হোসেইন জিতু, নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু ও দ্বীপেন্দ্র চন্দ্র দাশ। আসামিপক্ষে ছিলেন, মোঃ আলমগীর চৌধুরী, তাজ উদ্দিন সুফি প্রমূখ। মামলার বিবরণে জানা যায়, একই গ্রামের উল্লেখিতরাসহ ১৭ জন মিলে ২০২২ সালের ৯ ও ১৫ নভেম্বর একই গ্রামের আব্দুস সালামের স্ত্রী লাইলী বেগমের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও তার পরিবারকে পিটিয়ে জখম করে। এ ঘটনায় তিনি বাদি হয়ে আদালতে মামলা করলে মামলাটি নবীগঞ্জ থানায় প্রেরণ করা হয়। তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করলে বাদি নারাজি প্রদান করেন। পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তা গ্রহণ করে পুনরায় তদন্তের নির্দেশ দেন। পরে দারোগা হাসপাতালের এমসি পুনরায় এনে গুরুতর জখম দেখিয়ে প্রতিবেদন দেন। এতেই আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।