নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভা কর্তৃক মশক নিধন কার্যক্রমের উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার ১১ জুলাই সকাল ১০ টায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ ও আবাসিক মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা সুমন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, প্যানেল মেয়র-২ মো. আব্দুস সোবহান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. নানু মিয়া, সহকারী প্রকৌশলী মো. সহিদুল হক, উপ সহকারী প্রকৌশলী অরুণ চন্দ্র দাশ, সেনেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, মো. আব্দুল মালিক প্রমুখ।