বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মাছ ধরতে গিয়ে সর্পদংশনে আলী হায়দর নামে এক ব্যক্তির মৃত্য হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার বালিচাপড়া গ্রামে। মৃত আলী হায়দর ওই গ্রামের মৃত রুসমত উল্লার পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানা যায়, বাহুবল উপজেলার বালিচাপড়া গ্রামের আলী হায়দর মাছ আহরণের জন্য বাড়ির পাশের জমিতে সোমবার বিকেলে জাল পেতে রাখেন। রাত অনুমান ৯টার দিকে মাছ ধরার জন্য জাল তোলতে যান। এ সময় জালে আটকে থাকা সাপ তাকে দংশন করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে বাহুবল ও পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ মানিক মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন।