আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে মা মাছ ও পোনামাছ নিধন বন্ধের নিমিত্তে মাধবপুর জাল বাজার ও বোয়ালিয়া খালে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল হক জানান, গতকাল সোমবার ও এর পূর্বে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর জাল বাজার ও বোয়ালিয়া খালে মাধবপুর মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ বিশেষ অভিযানে নতুন ও পুরাতন ৩১ পিস রিং চায়না দুয়ারি ১৫ হাজার ৫শত মিটার জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাহাত বিন কুতুব।
পরে আটককৃত অবৈধ চায়না দুয়ারী জাল গুলি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাহাত বিন কুতুব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফরিদুল হক, সাংবাদিক আইয়ুব খানের উপস্থিতিতে উপজেলা পরিষদের সামনে পুড়িয়ে বিনষ্ট করে দেয়া হয়। অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাহাত বিন কুতুব জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।