স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারও বিদ্যুতের ভেলকিবাজি শুরু হয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবনে অশান্তি বিরাজ করছে। যদিও প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশে বিদ্যুতের ঘাটতি নেই, কিন্তু হবিগঞ্জ শহরেই এর ভিন্নচিত্র দেখা গেছে।
গ্রাহকদের অভিযোগ, পিডিবির কিছু অসাধু কর্মকর্তাদের কারণে এমনটা হচ্ছে। জরুরি প্রয়োজনে ফোন রিসিভ করাতো দূরের কথা তাদের ইচ্ছামাফিক ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং করে যাচ্ছেন। যা জেলার কোথাও এতোবেশি লোডশেডিং করা হচ্ছে না। একেতো ভ্যাপসা গরম, অন্যদিকে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর মাঝে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ আসা যাওয়ার কারণে রাতের বেলা মানুষ ঘুমাতে পারছেন না। এ ছাড়া ফ্রিজ, টিভিসহ ইলেক্ট্রিক সামগ্রী বিকল হয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টার মধ্যে ৮-১০ ঘণ্টা হবিগঞ্জ শহরে লোডশেডিং করা হয়েছে। এতে করে অফিস আদালতের কাজের ব্যাঘাত ঘটে। এদিকে রাতের বেলা বিদ্যুৎ না থাকায় পত্রিকা প্রকাশনায় বিঘ্ন ঘটছে। তবে পিডিবির পক্ষ থেকে বরাবরের মতো একই আশার বাণী শোনানো হয়, বলা হয়, বিদ্যুতের সরবরাহ কম হওয়ায় এমনটা করা হচ্ছে।