প্রেস বিজ্ঞপ্তি ॥ লতিফিয়া ক্বারী সোসাইটি নবীগঞ্জ উপজেলার কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে কাজী মাওলানা মাহবুব আহমদকে সভাপতি, মোঃ ইরফান উদ্দিনকে সাধারণ সম্পাদক, হাফেজ মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার ১০ জুলাই বিকাল ৩ টায় আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন লতিফি হ্যান্ডস’র জেনারেল সেক্রেটারী মাওলানা গুফরান আহমেদ চৌধুরী ফুলতলী, পর্যবেক্ষনের দায়িত্ব পালন করেন দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর অফিস সহকারী মাওলানা জিল্লূর রহমান ও মাওলানা জসিম উদ্দীন চৌধুরী। এতে নির্বাচিত অন্যন্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি মাওলানা আজাদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ক্বারী আব্দুন নূর, কোষাধ্যক্ষ ফয়েজ আহমদ নোমান, প্রচার সম্পাদক মাওলানা আরিফুল হক চৌধুরী, অফিস সহকারী মাওলানা ছানাওর আলী, সম্মানিত সদস্য মাওলানা আব্দুল লতিফ, হাফেজ ফিরোজ আহমদ, মাওলানা শামীম আহমদ, ক্বারী জাকির হোসেন, হাফেজ সুলেমান মিয়া, ক্বারী আব্দুল বাছিত, আব্দুল বারী, মোজাহিদ আহমদ, মোঃ আবু সুফিয়ান, মুফতী আলী হায়দার সিদ্দিকী, কাজী এমরান হোসেন, শামীম আহমেদ।