স্টাফ রিপোর্টার ॥ অগ্নিকাণ্ড ও দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুর হোসেন ও মঈন খান এলিসসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে এসব বিতরণ করেন।
ঢেউটিন ও নগদ অর্থ পেয়ে ক্ষতিগ্রস্তরা প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।