মাধবপুর প্রতিনিধি ॥ পরিবেশের ভারসাম্য রক্ষায় মাধবপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি মাধবপুর শাখা কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। দেশের ৬০ টি মডেল উপজেলায় এ বৃক্ষরোপণ ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করছে ইউসিবি ব্যাংক।
গতকাল সোমবার সকালে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মাধবপুর ইউসিবি ব্যাংক শাখার ব্যবস্থাপক মুহিত রঞ্জন ভট্টাচার্য সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাহাত বিন কুতুব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক এরশাদ আলী, কৃষক বধু মিয়া বদু, ইউপি সদস্য আহাদ মিয়া সহ প্রমূখ।