স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর রামপুরে এক ভিক্ষুক মহিলাকে নতুন ঘর তৈরী করে উপহার দিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং- আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। গতকাল রোববার (৯ জুলাই) দুপুরে তিনি রামপুর খোয়াই বাঁধ এলাকায় গিয়ে ঘরটি পরিদর্শন শেষে ওই মহিলার হাতে তুলে দেন।
জানা যায়, ‘অসহায় বৃদ্ধ সাজেদা বেগম বানিয়াচং ও হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ভিক্ষাভিত্তির সুবাধে সাজেদা বেগম হবিগঞ্জ-২ (বানিয়াচং- আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক আইন উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের সাথে প্রায় সময়ই দেখা করতেন। এ সুবাধে ওই মহিলা তার অসহায়ত্বের কথা এবং জরাজীর্ণ ঘরের বিষয়ে রুয়েলকে অবগত করেন। এতে তিনি ওই ভিক্ষুকের বাড়িতে যান এবং তাদের দূর্ভোগ দেখে একটি নতুন ঘর তৈরী করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন। স্থানীয়রা বলেন, ‘ভিক্ষুক সাজেদা বেগম বাশের বেড়ার একটি ভাঙ্গা ঘরে ৩ সদস্য (নাতিন) নিয়ে বসবাস করতেন। বৃষ্টি এলে ঘরে পানি ঢুকে যেতো। এতে বসবাস করতে তাদের চরম দূর্ভোগ দেখা দেয়। ময়েজ উদ্দিন রুয়েল ঘরটি তৈরী করে দেয়ায় তাদের অনেক উপকৃত হয়েছে। নতুন ঘরটি পেয়ে অনেক খুশি হয়েছে ওই ভিক্ষুক মহিলা। ভিক্ষুক সাজেদা বেগম বলেন, ‘ঘর পেয়ে আমি খুব খুশি। তিনি আমারে ঘর দেয়ায় আমার অনেক উপকার হয়েছে। আমি এখন নাতনিদের নিয়ে শান্তিতে বসবাস করতে পারবো’। ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, ‘একদিন ভিক্ষুক মহিলা আমাকে তার অসহায়ত্বের কথা বলেন এবং একটি ঘর তৈরী করে দিতে আহ্বান করেন। এতে আমি তার বাড়িতে গিয়ে দেখি তিনি একটি বাশের বেড়া ও পলিথিনের মোড়ানো জরাজীর্ণ ঘরে ৩ জন সদস্য নিয়ে বসবাস করছেন। ঝড়-বৃষ্টি এলে তারা ভয়ে থাকেন। তাদের এ দূর্ভোগ দেখে নতুন ঘর দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তাই আমার যুক্তরাষ্ট্র প্রবাসী বড় ভাইর সহযোগিতা নিয়ে ওই মহিলাকে টিনশেডের নতুন ঘরটি তৈরী করে উপহার দিলাম’। আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে সব সময় চেষ্টা করে থাকি। করোকালীন সময়েও আমি সাধারণ মানুষের পাশে ছিলাম’। উল্লেখ্য, এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক এবং মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক মরহুম এডভোকেট শরীফ উদ্দিন আহমেদ-এর ছেলে।