শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরের ধর্মঘর সীমান্ত দিয়ে ভারত যাবার সময় আটক ৬ বি-বাড়িয়ায় ৬ কেজি গাঁজা নিয়ে মাধবপুরের যুবকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার লাখাইয়ে স্ত্রীর মামলায় স্বামী মামুন গ্রেফতার নবীগঞ্জে জাসাস এর নতুন কমিটি গঠন ॥ আহ্বায়ক আকবর হোসেন সদস্য সচিব কাজী সেলিম লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ২ মাধবপুরে ৩৩ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেল উদ্ধার ॥ আটক ২ লাখাইয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে দায়েরী মামলা প্রত্যাহারের দাবিতে মোড়াকির গ্রামবাসির মানববন্ধন জেলা সদর আধুনিক হাসপাতালে হবিগঞ্জ পৌরসভা ও বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান শুরু নবীগঞ্জে পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার চুনারুঘাটে ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির নতুন ২টি শাটল বাস পরিষেবা চালু

  • আপডেট টাইম সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে টিলাগড় পর্যন্ত নতুন দুটি শাটল বাস পরিষেবা চালু করেছে। গতকাল ৯ জুলাই রবিবার দুপুরে ফিতা কেটে এ পরিষেবা সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, ছাত্র কল্যাণ উপদেষ্টা, প্রক্টর, পরিচালক (আইকিউএসি), পরিচালক (অর্থ), গ্রন্থাগারিক, ডেপুটি রেজিস্ট্রার, জনসংযোগ কর্মকর্তা, আইটি সহকারী পরিচালক ও প্রজেক্ট ম্যানেজারসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ দপ্তর জানায়, চন্ডিপুল-ক্যাম্পাস, তেমুখি-ক্যাম্পাস, কাজিরবাজার-ক্যাম্পাস, হুমায়ুন চত্বর-ক্যাম্পাস, মেন্দিবাগ-ক্যাম্পাস, রিকাবীবাজার-ক্যাম্পাস, সুবিদবাজার-ক্যাম্পাস প্রভৃতি রুটে চলাচলরত ডাবল ড্রেকার বাসের নিয়মিত পরিষেবার পাশাপাশি এ দুটি অতিরিক্ত শাটল পরিষেবা নিয়মিতভাবে চলবে। যা বিদ্যমান বাস পরিষেবাগুলোর পরিপূরক হবে এবং শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা এবং সেখান থেকে ফেরৎ যাত্রা আরও সহজ হবে। একটি শাটল পরিষেবা দুপুর ১২ টায় ক্যাম্পাস থেকে টিলাগড় পয়েন্ট অভিমূখে ছাড়বে ও টিলাগড় পয়েন্ট থেকে দুপুর সাড়ে ১২ টায় ছেড়ে ক্যাম্পাসে ফিরে আসবে। অপর একটি পরিষেবা বিকেল ৩ টায় ক্যাম্পাস থেকে টিলাগড় পয়েন্ট অভিমূখে ছাড়বে ও টিলাগড় পয়েন্ট থেকে বিকেল সাড়ে ৩ টায় ছেড়ে ক্যাম্পাসে ফিরে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক নতুন শাটল বাস পরিষেবার জন্য তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা নিশ্চিত যে এই উদ্যোগটি শিক্ষার্থীদের সামগ্রিক অভিজ্ঞতা ও সুযোগ-সুবিধাকে ব্যাপকভাবে বৃদ্ধি করবে। আমি এ জন্য বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরীকে ধন্যবাদ জানাই।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com