শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরের ধর্মঘর সীমান্ত দিয়ে ভারত যাবার সময় আটক ৬ বি-বাড়িয়ায় ৬ কেজি গাঁজা নিয়ে মাধবপুরের যুবকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার লাখাইয়ে স্ত্রীর মামলায় স্বামী মামুন গ্রেফতার নবীগঞ্জে জাসাস এর নতুন কমিটি গঠন ॥ আহ্বায়ক আকবর হোসেন সদস্য সচিব কাজী সেলিম লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ২ মাধবপুরে ৩৩ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেল উদ্ধার ॥ আটক ২ লাখাইয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে দায়েরী মামলা প্রত্যাহারের দাবিতে মোড়াকির গ্রামবাসির মানববন্ধন জেলা সদর আধুনিক হাসপাতালে হবিগঞ্জ পৌরসভা ও বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান শুরু নবীগঞ্জে পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার চুনারুঘাটে ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

মুক্তাঞ্চল সাহিত্য উৎসবে বক্তারা ॥ সাহিত্যচর্চার মধ্য দিয়ে মানব সমাজ আলোকিত হয়

  • আপডেট টাইম শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘আমরা যখন লিখি, তার অন্যতম মূল বিষয় হচ্ছে ইগো, মানে আত্মঅহমিকা। আমরা সবাই লিগ্যাসি রেখে যেতে চাই। আমরা যতই ইগো থেকে দূরে যেতে চাই না কেন, এই আত্মঅহমিকা যদি কিছুটা না থাকে, তাহলে সৃজন সেভাবে সম্ভব হয় না।’
হবিগঞ্জে ৩য় মুক্তাঞ্চল সাহিত্য উৎসবে ‘কেন লিখি’ বিষয়ক মতবিনিময়ে আমন্ত্রিত অতিথির বক্তব্যে কথাসাহিত্যিক ও জ্যোর্তিবিজ্ঞানী দীপেন ভট্টাচার্য উপরোক্ত কথা বলেন। গত বৃহস্পতিবার (৬ জুলাই) রাত ৮টায় হবিগঞ্জ টাউন হলে অনুষ্ঠিত ওই আলোচনা পর্বে আরো বক্তব্য রাখেন কথাসাহিত্যিক ও সাংবাদিক শাহানাজ মুন্নী, কবি সরকার আমিন, কবি জাহান আরা খাতুন, কবি ও কথাসাহিত্যিক নাহিদা আশরাফী, কথাসাহিত্যিক ফাতেমা আবেদীন নাজলা। মনবিনিময় সভার সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক রুমা মোদক।
কথাসাহিত্যিক ও সাংবাদিক শাহানাজ মুন্নী বলেন, কেন লিখি- প্রশ্নের মুখোমুখি আমি গত পঁচিশ-তিরিশ বছরে অসংখ্যবার হয়েছি। আসলে মনের ভেতরে তাগিদ না থাকলে লেখা যায় না। নিশ্চয়ই মনে কোন একটা তাগিদ বয়ে বেড়াচ্ছি। নইলে কেউ তো আমাকে লেখার জন্য জোর করছে না। লেখার পর আমার একটা আনন্দ হয়। সেই আনন্দটা এতই নির্মল ও বিশুদ্ধ একটা আনন্দ, যার সাথে কোনকিছুর তুলনা হয় না।’
তবে মতবিনিময়ের আলোচকবৃন্দ নিজের লেখালেখির পেছনে ব্যক্তিগত মতামত তুলে ধরলেও সাহিত্যচর্চাকে অনন্য নলে অভিহিত করেছেন। বক্তারা বলেছেন, সাহিত্যচর্চার মধ্য দিয়ে মানব সমাজে আলোকিত হয়। মানবতা প্রস্ফুটিত হয়।
চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে গত বৃহস্পতিবার হবিগঞ্জে দিনব্যাপী নানা আয়োজনে তৃতীয়বারের মত সাহিত্য উৎসবের আয়োজন করে শিশু-কিশোরদের দ্বারা পরিচালিত সংগঠন মুক্তাঞ্চল সাহিত্য চর্চা কেন্দ্র। সকাল ৮টায় পৌর টাউন হলে উৎসবের উদ্বোধনের পর শহরে কবিতার মিছিল বের করা হয়। সকাল থেকে বিকাল পযন্ত চিত্রাংকন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা, শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় স্বাধীনতা সংগ্রামী বিপিন চন্দ্র পালকে স্মরণ করে তথ্যচিত্র ও ছবি প্রদর্শিত হয়। রাতে মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী সাহিত্য উৎসবের আয়োজন হয়।
উৎসবের বিভিন্ন পর্বের আলোচনায় আরো বক্তব্য রাখেন, কবি তাহমিনা বেগম গিনি, শিশু সংগঠক বাদল রায়, সংগঠক হুমায়ুন কবির সৈকত, কবি সিদ্দিকী হারুন, নাট্যনির্দেশক ইয়াছিন খাঁ, ৩য় মুক্তাঞ্চল সাহিত্য উৎসবের সভাপতি মো. মুশফিকুর রহমান (তুহিন), সদস্য সচিব অভিজ্ঞান ধর।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com