স্টাফ রিপোর্টার ॥ এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। দেশের মসজিদ-মাদ্রাসা উন্নয়নের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন প্রতিষ্ঠান রক্ষা ও উন্নয়নে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী রাজনৈতিক দল। তিনি কালীবাড়ির উন্নয়নে সার্বিক সহায়তার আশ্বাস দেন। গতকাল দুপুরে শহরের শ্রীশ্রী কালীবাড়ি প্রাঙ্গণে নাটমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কালীবাড়ি পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান সচিব ইকবাল খান চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার মোঃ কামরুল আমীন ও হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এডভোকেট অহীন্দ্র দত্ত চৌধুরী। কালীবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজনের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করেন প্রদীপ দাশ সাগর।
অনুষ্ঠানে এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির জেলার বিভিন্ন উন্নয়নে হবিগঞ্জের দুই কৃতি সন্তান ইকবাল খান চৌধুরী ও অশোক মাধব রায়ের সহযোগিতার জন্য তাদেরকে ধন্যবাদ জানান।