স্টাফ রিপোর্টার ॥ জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি জেনারেল মামি মিজুতোরির সাথে ম্যাবের মতবিনিময় সভায় জলবায়ূ সংক্রান্ত সুপারিশমালা তুলে ধরেছেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। মঙ্গলবার বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি এবং জাতিসংঘের দুর্যোগ হ্রাস বিভাগ ইউএনডিআরআর এর ডিরেক্টর জেনারেল মামি মিজুতোরির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বাংলাদেশে জাতিসংঘের গুলশানের হাব অফিসে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশের একটি টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের শহরগুলোতে দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যতে করণীয় বিষয় এবং জাতিসংঘের দুর্যোগ হ্রাস বিভাগের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। মতবিনিময় সভার শুরুতে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশের পৌরসভাগুলোর দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গৃহীত পদক্ষেপ, ইউএনডিআরআর পরিচালিত ‘মেইকিং সিটিস রেসিলিয়েন্ট-২০৩০ ক্যাম্পেইন এর অগ্রগতি এবং আরো পরিকল্পিত উপায়ে কিভাবে জাতিসংঘের দুর্যোগ হ্রাস বিভাগ সহযোগিতা করতে পারে সে বিষয়ে এবং হবিগঞ্জ পৌরসভার জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের কারনে সংগঠিত সমস্যা, পৌরসভার গৃহীত পদক্ষেপ এবং হবিগঞ্জ পৌরসভার এসকল সমস্যা প্রতিকারের বিষয়ে পাওয়ারা পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং মতবিনিময় সভা সঞ্চালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌরনির্বাহী কর্মকর্তা মো: জাবেদ ইকবাল চৌধুরী। ম্যাবের পক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ম্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার দে, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, ম্যাব প্রোগাম অফিসার এস এম আব্দুর রউফ এবং হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো: জাবেদ ইকবাল চৌধুরী। মতবিনিময় সভায় জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি মামি মিজুতোরি দুর্যোগ হ্রাসে বাংলাদেশে পৌরসভাগুলোর সক্ষমতা বৃদ্ধি ও কারিগরি সহযোগিতা প্রদানের সকল প্রকার আশ^াস প্রদান করেন। সভাশেষে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি মামি মিজুতোরিসহ অন্যান্য সহযোগিদের হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক উপহার দেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা। উল্লেখ্য হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী জাতিসংঘের দুর্যোগ হ্রাস বিভাগ ইউএনডিআরআর-এর একজন প্রশিক্ষিত মাষ্টার ট্রেইনার এবং সিলেট বিভাগের পৌরসভাগুলোর দুর্যোগ হ্রাস ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করছেন।