প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে তৈয়্যব শাহ (রহঃ) এর উরস সম্পন্ন হয়েছে। গতকাল ৪ জুলাই মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত শায়েস্তানগর গাউছিয়া একাডেমী ও মাদ্রাসা মিলনায়তনে আওলাদে রাসুল হযরতুল আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহঃ) এর সালানা উরস মোবারক গাউছিয়া কমিটি বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে খুবই ঝাঁকজমক পূর্ণ ভাবে সম্পন্ন করা হয়েছে।
আলহাজ্ব লুৎফুর রহমান এর সভাপতিত্বে ও অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলম এর সঞ্চালনায় এতে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন, মুফতি আবু সাফওয়ান আশরাফুল ওয়াদুদ, মুফতি মুজিবুর রহমান আল ক্বাদরী, ক্বারী মাওঃ আবু তৈয়্যব মোজাহেদী, মাওঃ জহিরুল ইসলাম ক্বাদেরী, মাওঃ মুহাম্মদ জাহিদুর রহমান জাকারিয়া প্রমুখ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতিবৃন্দ, সম্পাদক মন্ডলী, সদস্যবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন-ইউনিট নেতৃবৃন্দ সহ আপামর সুন্নী জনতা ও পীর ভাইগণ। বক্তাগণ শতাব্দীর মহান সংস্কারক গাউসে জামান মুর্শিদে বরহক হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহঃ) এর জীবনের বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞান গর্ভ আলোচনা করেন। সিলসিলায় মজবুত ভাবে অবস্থান করে গাউছিয়া কমিটি ও আঞ্জুমানের নেতৃত্বে মানবিক কাজ করে যাওয়ার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। প্রতিটি নতুন এলাকায় গাউছিয়া কমিটি ও মানবিক টিম গঠনের বিষয়ে উপস্থিত সকলে আন্তরিক চেষ্টা চালাবেন মর্মে ওয়াদাবদ্ধ হন। ইউনিট পর্যায়ে তৈয়্যব শাহ (রহঃ) এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা চালানোর জন্য আহ্বান জানানো হয়। সভাপতি মহোদয় তার বক্তব্যে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সম্প্রতি সুইডেনে দুইজন কুলাঙ্গার কর্তৃক প্রশাসনের প্রহরায় পবিত্র কুরআন মাজিদ পুড়িয়ে ফেলার তীব্র প্রতিবাদ নিন্দা জানান। আগামী ০৭ জুলাই বাদ জুমআ স্থানীয় কোর্ট মসজিদ থেকে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে যোগদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
পরিশেষে সালাতু সালাম শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া একাডেমীর অধ্যক্ষ আলহাজ্ব গোলাম সরওয়ারে আলম। আগত মেহমান ও পীর ভাইদের দুপুরে আপ্যায়নের মাধ্যমে উরসের আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়।