স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। গত রবিবার রাতে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বিদায়ী কমিটির সভাপতি আব্দুল হালীম ও সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী নব-নির্বাচিত কমিটির সভাপতি রাশেদ আহমদ খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, প্রেসক্লাব এর সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন নবনির্বাচিত সহ-সভাপতি শরীফ চৌধুরী, যুগ্ম সাধারণ ইলিয়াস আলী মাসুক, সম্মানিত সদস্য সাইফুর রহমান তারেক প্রমুখ। নতুন কমিটি সকলের সহযোগিতায় সার্বিক দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।