স্টাফ রিপোর্টার ॥ মরহুম মাওলানা শাহ্ আব্দুল কুদ্দুস নূরীর সহধর্মিণী ও সাংবাদিক শাহ্ জালাল উদ্দিন জুয়েলের মাতা আলহাজ¦ মখলিছ জান তালুকদার বিবি ইন্তেকাল করেছেন। (ইন্না..রাজিউন)। গতকাল সোমবার বিকালে ইনাতাবাদ তার বাসভবনে বাধর্ক্যজনিত কারণে তিনি মারা যান। আজ মঙ্গলবার সকাল ৯টায় ইনাতাবাদ জামে মসজিদে ১ম জানাজা, ২য় জানাজা বেলা ১১টার সময় শিবপাশা শাহ আব্দুল কদ্দুছ নূরী দাখিল মাদ্রাসা সংলগ্ন নুরী নগর শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক, নেতাকর্মীসহ সকল শ্রেণির মানুষ তার বাসায় ছুটে যান। শাহ জালাল উদ্দিন জুয়েল আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী।