নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তাহিরপুর নয়মৌজা ইত্তেফাকিয়া আলীম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ইবাদুর রহমান (৮০) গত ৩০ জুন রাতে সিলেট জেলার কানাইঘাট উপজেলার সড়কের বাজারস্থ ছত্রনগর গ্রামে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গত ৩০ জুন শুক্রবার বাদ’জুম্মা সড়কের বাজারস্থ ছত্রনগর জামে মসজিদ প্রাঙ্গনে হাজার হাজার ছাত্র, শিক্ষক, শুভার্থী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত তাঁর নামাজে জানাযা শেষে উপস্থিতরা অশ্রুস্বজল নয়নে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করেন। উল্লেখ্য, ১৯৮৯ ইংরেজি থেকে ১৯৯৯ ইংরেজী পর্যন্ত মাওলানা ইবাদুর রহমান তাহিরপুর নয়মৌজা ইত্তেফাকিয়া আলীম মাদ্রাসায় অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করার কারনে আজো তিনি নয়মৌজা সহ নবীগঞ্জবাসী তথা নবীগঞ্জ উপজেলা এবং হবিগঞ্জ জেলার প্রতিটি মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী তথা শিক্ষক অভিভাবকদের নিকট একজন সৎ ও আদর্শ শিক্ষা পূরুষ। প্রকাশ, ১৯৯৮ ইংরেজি সাল থেকে ২০০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি বৃহত্তর সিলেটের ঐতিহ্যেবাহী শিক্ষা প্রতিষ্ঠান কানাইঘাট ঝিঙাবাড়ী সরকারী ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের দায়িত্ব পালন করে নিয়মতান্ত্রিকভাবে অবসর গ্রহণ করে নিজ বাড়ীতে বসবাস করে আসছিলেন। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক রোগে ভুগছিলেন এছাড়া গত জানুয়ারীতে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসা করে পুরোপুরি সুস্থ হয়ে উঠেন। ইদানিং তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ৩০ জুন রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাবেক অধ্যক্ষ মাওলানা ইবাদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সংবাদপত্রে দেয় প্রদত্ত বিবৃতিতে, তাহিরপুর নয়মৌজা ইত্তেফাকিয়া আলীম মাদ্রাসা গভর্নিং বডি’র সভাপতি ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আফজল হোসেন তালুকদার, গভর্নিং বডির সদস্যবৃন্দ ও মাদ্রাসার সকল শিক্ষক, ছাত্র/ছাত্রী ও অভিভাবকবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তাঁর শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।