নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে এক জুয়ারীকে আটক করেছে। আটক জুয়ারী হচ্ছে ছোট আলীপুর গ্রামের শওকত মিয়া (৫৫)। গতকাল রসুলগঞ্জ বাজারে কতিপয় ব্যক্তি জুয়ার আসর বসায়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ জুয়ার আসরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যানারা পালিয়ে গেলেও শওকত মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ।