নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা বাজার সঈদপুর সিএনজি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন গতকাল শনিবার (২৪ জুন) শান্তি পুর্ণভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মোঃ গেন্দুরাজ ও সাধারণ সম্পাদক পদে মোঃ মর্তুজ আলী নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি হিসেবে মুহিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে সিদ্দিক মিয়া কোষাধ্য পদে আব্দুশ শহীদ, দপ্তর সম্পাদক পদে জাকির হোসেন, প্রচার সম্পাদক পদে নবীব আহমদ, সদস্য পদে আব্দুল আলী,মারুফ মিয়া ও শামসুদ্দিন নির্বাচিত হয়েছেন। নবীগঞ্জ উপজেলার বাজার সঈদপুর দাখিল মাদ্রাসায় সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়। ২৮৫ জন ভোটারের মধ্যে ২৫৩ জন শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যাপক ইকবার বাহার তালুকদার। নির্বাচনে আইনশৃংখলার দায়িত্বে ছিলেন, এসআই গৌতম রায়, এসআই জামাল, ডিএসবির ইন্সপেক্টর বদরুল আলম নেতৃত্বে থানা পুলিশ, আনসার বাহিনী। নির্বাচন পর্যবেক্ষন করেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ, আউশকান্দি শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলশাদ মিয়া, হবিগঞ্জ পল্লী বিদ্যূত সমিতির সাবেক পরিচালক শফিউল আলম হেলাল, কেন্দ্রীয় মেম্বার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল মুকিত কাজির বাজার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, হবিগঞ্জ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ। ভোট গণনা শেষে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার ইউপি চেয়ারম্যান দিলাওয়ার হোসেন, যুগ্ম কমিশনার এম,এ আহমদ আজাদ, তৌহিদুল ইসলাম চৌধুরী, অনু আহমদ, আশিকুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান নিজামুল হক চৌধুরী, জমির আলী। পরে প্রধান নির্বাচন কমিশনার দিলাওয়ার হোসেন আনুষ্টানিক নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোঃ গেন্দুরাজ (আনারস) ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকঠতম প্রতিদ্বন্দ্বি রব্বান মিয়া (ছাতা) প্রতীকে ৯৪ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে মুহিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ মর্তুজা মিয়া (হরিণ) ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ সাজু মিয়া (ফুটবল) ৮৭ ভোট ও খালিক মিয়া (মোরগ) ৩৬ ভোট পেয়েছেন। যুন্ম সম্পাদক পদে আজিজুর রহমান (তালা) ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুয়েল আহমদ (সিএনজি) পেয়েছেন ১০৬ ভোট। কোষাধ্যক্ষ পদে মোঃ আব্দুশ শহীদ (মোমবাতি) ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহজাহান মিয়া (কলস) প্রতীকে পেয়েছেন ৯৬ ভোট, সাংগঠনিক পদে সিদ্দিক মিয়া (মোটর সাইকেল) ১৫৮ পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিটন মিয়া পেয়েছেন ৯১ ভোট। অফিস সম্পাদক পদে জাকির হোসেন, প্রচার সম্পাদক পদে নবীব হোসেন ও সদস্য পদে আব্দুল আলী, মারুফ মিয়া,মোঃ শামসুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।