বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুকিদের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মী ছাত্রলীগে যোগদান

  • আপডেট টাইম সোমবার, ১৮ আগস্ট, ২০১৪
  • ৪৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ছাত্রলীগের আদর্শে উজ্জবিত হয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুকিদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন এলাকার ৩ শতাধিক নেতাকর্মী এমপি আবু জাহিরের হাতে ফুল দিয়ে ছাত্রলীগে যোগদান করেছেন। এসময় এমপি আবু জাহির তাদেকে স্বাগত জানান। গতকাল রবিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ৩শতাধিক নেতাকর্মী এমপি আবু জাহিরের হাতে ফুল দিয়ে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন রিচি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ, জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফা কামাল আজাদ রাসেলসহ জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, বৃন্দাবন সরকারী কলেজের নেতাকর্মীরা। যোগদান অনুষ্ঠানে এমপি আবু জাহির সকলকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামীলীগের প্রতিটি কর্মকান্ডে সক্রিয়ভাবে ভূমিকা রাখার জন্য আহবান জানান।
এর পূর্বে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গন থেকে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুকিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিলসহকারে জেলা কার্যালয়ে আসে। মিছিলে প্রায় ১ হাজার নেতাকর্মী অংশ গ্রহন করে। যোগদানকারীরা হচ্ছে সদর উপজেলা লুকড়া বামকান্দি এলাকা থেকে শতাধিক, রিচি গ্রাম থেকে ৫০ জন, বড় বহুলা থেকে ১০জন, তেঘরিয়া থেকে ৫ জন, শায়েস্তানগর থেকে ১০ জন, শহরের সবুজবাগ থেকে ১০ জন, শ্মশানঘাট এলাকা থেকে ১০ জন, ছিড়াকান্দি এলাকা থেকে ১০ জন, বানিয়াচং উপজেলার সদর ও বলাকিপুর থেকে ৫০ জন, নবীগঞ্জ থেকে ২০ জন নেতাকর্মী যোগদান করে। যোগদান শেষে এমপি আবু জাহিরের পক্ষ থেকে সকলকে মিষ্টিমুখ করানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com