মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সামসুল ইসলাম কামালের বিরুদ্ধে রাস্তার গাছ চুরির অভিযোগে মামলা দায়ের করায় সর্ব মহলে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। জানা যায়-উপজেলা ধর্মঘর এলাকায় এলজিইডি রাস্তা থেকে ৮টি গাছ কেটে নেয়ার অভিযোগ এনে বুধবার রাতে এলজিইডির কার্য সহকারী (সিও) আবু নাঈম বাদী হয়ে চেয়ারম্যান সামসুল ইসলাম কামালকে প্রধান আসামী করে ৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মিজানুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি কাটা গাছ পরিত্যক্ত অবস্থায় দেখতে পাই। পরে তা উদ্ধার করে ফাড়িঁতে নিয়ে আসি এবং এ ব্যাপারে একটি সাধারন ডায়রী করি। ঘটনার দু’দিন থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল জানান-এ ব্যাপারে আমি কিছুই জানি না। উপজেলা প্রকৌশলী আহম্মেদ তানজীর উল্লা সিদ্দীকির সাথে আমার ইউনিয়নের উন্নয়ন মূলক কাজ নিয়ে মনোমালিন্য রয়েছে। তাই প্রতিহিংসা পরায়ন হয়ে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। যার কোন ভিত্তি নাই। উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান বলেন, এ ঘটনায় আমি বিস্মিত। এর নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। একজন জন প্রতিনিধির বিরুদ্ধে হয়রানী করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দিতে পারে তা বিশ্বাস করতেও কষ্ট হয়। এ পরিবেশ মাধবপুরে ছিল না। কে বা কারা পরিবেশ ঘোলাটে করছে তা খতিয়ে আমাদের দেখতে হবে। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড. সুফিয়া আকতার হেলেন এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অপর দিকে ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পরিষদের সকল সদস্যরা।