স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুরের বিরুদ্ধে ভূয়া ওয়ারিশান সনদ প্রদানের অভিযোগ পাওয়া গেছে। গোপালপুর গ্রামের মৃত আমির হোসেনের পুত্র হেলাল মিয়া, জেলা প্রশাসকের নিকট অভিযোগ দায়ের করেছেন। এতে তিনি বলেন, চেয়ারম্যান গত বছরের ২২ আগষ্ট পরিষদের প্যাডে ভূয়া ওয়ারিশান সনদ
প্রদান করেন। যাতে ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল মতিনের নাম উল্লেখ রয়েছে। কিন্তু তিনি ওই সনদে কোনো স্বাক্ষর করেননি। এ বিষয়ে চেয়ারম্যান এজাজ ঠাকুর জানান, ছোটখাটো একটি ঘটনা ঘটেছে। সমাধানের চেষ্টা চলছে।