নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ গাঁজায় সয়লাব হয়ে গেছে চুনারুঘাট। পাশাপাশি ইয়াবা ট্যাবলেট, বিয়ার-হুইস্কিও পাওয়া যায়। হাত বদল হয়ে বিভিন্ন প্রন্থায় মাদক চলে যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। এই অপকর্মে জড়িয়ে পড়ছে উঠতি বয়সের যুবা-কিশোর। এই ব্যবসা এখন এক জনেরটা দেখে আরেকজন করছে। ব্যবসায় মেলেছে ডাল-পালা। নারী-শিশুরাও জড়িয়ে পড়ছে এ ব্যবসায়।
চুনারুঘাট থানা সুত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যম গেঁটে জানা গেছে, পুলিশ গত মে এবং জুন মাসে প্রায় আড়াই’শ কেজি গাঁজা আটক করেছে। এর সাথে ভারতীয় নানান জাতের মাদক আটক করা হয়েছে। এর আগেও কিছু কিছু মাদক দ্রব্য আটক করে বিভিন্ন বাহিনীর সদস্য।
১৩ জুন দেওরগাছ গ্রামের হাসিমের পুত্র জাহাঙ্গীরের কাছ থেকে ৫৩ কেজি ও একই দিন ডুলনা গ্রামের ফজলুর পুত্র সজিবকে ১০ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। ২৪ এপ্রিল গোবরখলা গ্রামের পলাশ ও লুৎফুর ১৩০ পিস ইয়াবাসহ আটক হয়। ৮ মার্চ গাদিশাল গ্রামের ছাবু মিয়া স্ত্রীসহ নালুয়া চা বাগানের সাধন মুন্ডা ৪৪ কেজি গাঁজাসহ ধরা পড়ে। ১৯ জুন বানিয়াচং উপজেলার বড়ইকান্দি গ্রামের আঃ বারিকের পুত্র মিছির আলীকে ২২ বোতল হুইস্কিসহ আটক করা হয়। ১৭ জুন উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের সহোদর সাইফুল ও আরিফকে ২০ কেজি গাঁজাসহ আটক করে সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম। শায়েস্তাগঞ্জের দিগন্ত এক্সেপ্রস বাস কাউন্টারের সমন থেকে তাদেরকে আটক করা হয়। ৩১জুন চিমটিবিল বিজিবি’র হাতে ২ কেজি গাঁজাসহ বনগাও গুচ্ছগ্রামের বাসিন্দা সস্ত্রীক আটক হয় কালাই নামের এক ব্যবসায়ী। ১লা মে আমু চা বাগানের সাওতাল লেনের প্রান্ত মুন্ডাকে ২০ কেজিগাঁজাসহ আটক করে পুলিশ। ৫ মে ঘনশ্যামপুর গ্রামের হাছন আলীর পুত্র শাহজাহান ১০ কেজি গাঁজাসহ আটক হয়।১৩ মে আমুরোড বাঁশতলা থেকে আওয়াল নামের এক ব্যক্তিকে ১ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। ৯ মে কালিশিরি গ্রামের আনসব আলীর পুত্র ফারুক তার স্ত্রী ৩০ কেজি গাঁজাসহ আটক হয়। একই দিন চন্দনা গ্রামের মোহাম্মদ আলীর পুত্র পাভেল ও ধলাইরপাড় গ্রামের ইউনুস আলীর পুত্র কাউসারকে ২০ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। ২৭ মে ছয়শ্রী গ্রামের রহিমের পুত্র কাউসার ও তোফাজ্জলের পুত্র মুক্তার আটক হয় ১০ কেজি গাঁজাসহ। ১৬ ফেব্রুয়ারী গোছাপাড়া গ্রাম থেকে ১৫ কেজি গাঁজা আটক করে পুলিশ। এ ছাড়া চিমটিবিল ক্যাম্পের বিজিবি সদস্যরাও গাঁজাসহ নানান জাতের মাদক,ভারতীয় চা পাতা,গরু আটক করেছে।
উপজেলার গাজীপুর ইউনিয়নের পাহাড়ী গ্রাম টিলাবাড়ি, টেকেরঘাট, মোকামঘাট, রেমা, কেদারাকোর্ট, বড়খেরসহ বিভিন্ন সীমান্ত দিয়ে মাদকদ্রব্য নিয়ে আসে চোরা ব্যবসায়ীরা। তবে একটি সুত্র জানায়, সবচে বেশী গাঁজা আসে আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল এলাকা দিয়ে। গ্রামটি লোকালয় থেকে বিচ্ছিন্ন ও পাহাড়ী হওয়ায় চোরা ব্যবসায়ীরা নিরাপদে এখান দিয়ে মাদক পাচার করে থাকে। এই গ্রামে আধিপত্য নিয়ে চলছে ক্ষমতার লড়াই। উপজেলার বাসুল্লা-নালমুখ সড়ক, রানীগাও-সাটিয়াজুড়ি সড়ক, চুনারুঘাট- বাল্লা সড়ক, আমু চা বাগান-সাতছড়ি সড়কসহ প্রায় সব সড়ক পথেই চোরাচালান হয়। চোরা ব্যবসায়ীরা মাদক ব্যবসায় কালো ব্যাগ, নারী ও শিশুদের ব্যবহার করে। এছাড়া মিষ্টির কার্টুন, কাঁঠাল, তরমুজের ভেতরে করেও মাদক পাচার হচ্ছে। প্রায় সব চোরাকারবারির রয়েছে মোটরবাইক। ৫ হাজার টাকায় এক কেজি গাঁজা কিনে তারা পাইকারী ব্যবসায়ীর কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে। এদের কারো কারো রয়েছে রাজনৈতিক পরিচয়। আইন প্রয়োগকারী সংস্থার হাতে মাঝে মধ্যে মাদক বহনকারীরা আটক হয়। কিন্তু মুল ব্যবসায়ীরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। বহনকারীদের জেল থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা গড ফাদাররাই করে থাকে। গড ফাদারদেরকে আটকানো সম্ভব হচ্ছেনা। অতি সম্প্রতি চা বাগানের শ্রমিকরাও মাদক ব্যবসায় ছড়িয়ে পড়েছে। চা জনগোষ্ঠীর দোহাই দিয়ে যুবকরা গাঁজা ব্যবসায় নেমে পড়েছে।
চুনারুঘাট থানার ওসি রাসেদুল হক বলেন, মাদক ব্যবসা নিয়ন্ত্রনে যথাসাধ্য চেষ্ঠা অব্যাহত রেখেছে পুলিশ। তিনি বলেন, গত ৪ মাসে ২৬ লাখ টাকার মাদকদ্রব্য আটক হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান ওসি।