স্টাফ রিপোর্টার ॥ যে হারে হবিগঞ্জে বিদ্যালয়গামী ছেলে শিক্ষার্থীর হার কমছে তা অত্যন্ত উদ্বেগজনক। কিভাবে তাদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে আমাদের উদ্যোগী হতে হবে। বিদ্যালয়ে ছেলেদের কম উপস্থিতি আমাদের জন্য সতর্কবার্তা। কেন বিদ্যালয়ে ছেলে শিক্ষার্থীর উপস্থিতি কমে যাচ্ছে, কেন তারা শিক্ষা বিমূূখ হয়ে যাচ্ছে সে ব্যাপারে গবেষণা কর্ম সম্পাদনের আহবান জানালেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার। তিনি বলেন, যদি এখনই এর কারণ নির্ণয় করা না যায় তাহলে এক সময় তা আমাদের জন্য বিপদজনক হয়ে দাড়াবে। অবাধ তথ্য প্রবাহের সঠিক ব্যবহারের মাধ্যমে যে কোন এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেয়া সম্ভব। সবাই এক সাথে পথ চললে ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে যুব পরিচালিত ফলিত গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এসেড হবিগঞ্জ ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজনে ফলিত গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসেড হবিগঞ্জ এর প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী। এসেড হবিগঞ্জ এর ফাইন্যান্স এন্ড এডমিন ম্যানেজার আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আফতাব উদ্দিন, সহকারি শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ জাফর ও দ্বিজেন চন্দ্র আচার্য্য। গবেষণা পাঠ উপস্থাপন করেন নাহিদ চৌধুরী। এ ছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, যুব গবেষক, এসেড হবিগঞ্জ এর কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষা আউটলাউড অ্যাডভোকেসি এবং সামাজিক জবাবদিহিতা কর্মসূচির সহায়তায় এ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।