স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক, দৈনিক খোয়াই ও যায়যায়দিনের প্রতিনিধি মোঃ আবু হেনাকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ দেবের হুমকির ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাব মিলনায়তনে এ সভায় সরকারি কর্মকর্তার দেওয়া হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় আগামী রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বক্তারা বলেন, “সমবায় কর্মকর্তা দেবাশীষ দেব দায়িত্ব অবহেলার বিষয়ে তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে। পরে উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি থানায় সাধারণ ডায়েরী করেন এবং সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। যা স্বাধীন সাংবাদিকতায় চরম কুঠারাঘাতের সামিল। হুমকি প্রদানকারী কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে প্রেসক্লাব। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।” প্রেসক্লাবের সভাপতি আমির হামজার সভাপতিত্বে ও সহ-সভাপতি ফরহাদ চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি স্বপন বনিক, সাবেক সাধারণ সম্পাদক এবায়দুর রহমান রাসেল, কোষাধ্যক্ষ বিকে ব্যানার্জী, সদস্য তাজুল ইসলাম, সোহেল রানা, মিলন মাহমুদ।
উপস্থিত ছিলেন কালবেলার প্রতিনিধি এনামুল হক মিলাদ, দৈনিক সমাচারের প্রতিনিধি সেন্টু আহমেদ জিহান, দৈনিক আমার হবিগঞ্জের প্রতিনিধি মোঃ দিলোয়ার হোসেন, রাইসুল ইসলাম নাইম, এসকে কাউছার, দৈনিক আজকের হবিগঞ্জের প্রতিনিধি সাইদুল আমিন বাহার, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি প্রতিনিধি আলমগীর মিয়া, ই-প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, সহ-সভাপতি সিহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কৌনোজ ব্যানার্জী, প্রচার সম্পাদক জামিনুল ইসলাম প্রমুখ।