স্টাফ রিপোর্টার ॥ সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক ও শিক্ষানুরাগী কালী প্রসন্ন দাস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শ্রীমতপুর গ্রামের বাসিন্দা মেহেদী হাসান। সংবাদপত্রে প্রেরতি বিজ্ঞপ্তিতে তিনি বলেন, স্বর্গীয় কালী প্রসন্ন স্যার একজন আদর্শবান শিক্ষক ছিলেন। তিনি অত্র এলাকার বহু শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো দেখাশানো করেছেন। তার আদর্শে অনুপ্রানিত হয়ে অনেক শিক্ষার্থী নিজেকে তৈরী করেছেন। মেহেদী হাসান হাসান বলেন, একজন কালী প্রসন্ন স্যার হয়তো আমরা আর পাব না, কিন্তু তার আদর্শ অনুসরণ আমাদের সামনের পথ চলতে হবে। তিনি বলেন, কালী প্রসন্ন স্যারের মৃত্যু নেই। তিনি আমাদের মধ্যে অমর হয়ে থাকবে। মেহেদী হাসান স্বর্গীয় কালী প্রসন্ন দাস রায়ের মত্যৃতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লখ্য, গত ৯ জুন ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে সিলেটের আল-হারামাইন হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। গত ২১ জুন বুধবার সন্ধ্যা ৭ টা ১০ মিনিটের সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।