স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট শিক্ষক ও শিক্ষানুরাগী কালী প্রসন্ন দাস রায় আর আমাদের মাঝে নেই। দিব্যান লোকান সঃ গচ্ছতু… গত ২১ জুন বুধবার সন্ধ্যা ৭ টার দিকে সিলেটের আলহারামাইন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি দেহত্যাগ করেন। তার শেষ অন্তেষ্টিক্রিয়া গ্রামের বাড়ি নবীগঞ্জের কালিয়ারভাঙ্গায় অনুষ্ঠিত হয়। গত ৯ জুন ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে সিলেটের আল-হারামাইন হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত ছিলেন। উল্লেখ্য, কালীপ্রসন্ন দাস রায় নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বানিয়াচং উপজেলার সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক হিসেবে কর্মজীবন শেষ করেন এবং নবীগঞ্জ উপজেলার রাজরাণী সুভাষিণী মহিলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন। পারিবারিক জীবনে স্ত্রী, একপুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন তিনি। তার একমাত্র পুত্র রজত কান্তি দাস রায় বানিয়াচং উপজেলার সুফিয়া মতিন মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।