স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামে কয়েকটি পরিবারের আপত্তির কারণে ১৫ দিন ধরে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে দক্ষিণ কসবা জামে মসজিদ। ফলে ওই এলাকার মুসল্লিরা নামাজ পড়তে পারছেন না। পল্লী বিদ্যুতের পক্ষ থেকে লাইন মেরামত কাজ করতে চাইলেও মিতু মিয়া, মিশকার উদ্দিন, রিপু বেগম, রিপন মিয়ার পরিবার বাধাঁ প্রদান করছে। কিছুদিন পূর্বে প্রচন্ড ঝড়ে মসজিদের ওপর দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদ্যুতের খুটির লাইনের তার ছিড়ে পড়ে। এতে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মসজিদসহ আশপাশের কয়েকটি পরিবারের। পরে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে ক্রুটিপূর্ণ লাইনটি মেরামত করতে গেলে উল্লেখিতরা বাঁধা প্রদান করে। জানা যায়, কয়েক বছর পূর্বে পল্লী বিদ্যুতের লাইনটি নেয়া হয়েছিল পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমির ওপর দিয়ে। কিন্তু ওই জমিতে সম্প্রতি ওই জায়গা দখল করে বাউন্ডারী দিয়ে বসতবাড়ি করে বাস করা হয়েছে প্রায় ২০ বছর ধরে ওই জমির ওপর দিয়ে বিদ্যুতের লাইন নেয়া হয়। ইদানিং ঝড়ে বিদ্যুতের লাইন ছিড়ে যাওয়ায় তারা নতুন করে বিদ্যুত লাইনটি মেরামতে বাধা দিচ্ছেন। ফলে গত ১৫ দিন ধরে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে মসজিদে। মুসল্লিরা নামাজ আদায় করতে পারছেন না। এ নিয়ে একাধিকবার স্থানীয় মুরুব্বীরা সমাধান করতে গেলেও কোনো সমাধান হচ্ছে না। এ বিষয়ে প্রতিকার দাবি করছেন ভুক্তভোগীরা।