প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও উমেনদগর দুর্বার সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক শেখ আব্দুল আওয়াল আজাদ এর মাতা কনক চান বিবি এবং নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদের বাসিন্দা নবীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান, নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এবং শেখ আব্দুল আওয়াল আজাদের চাচা আলহাজ্ব আব্দুল মতলিব এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ ও জেলা কৃষকলীগ নেতৃবৃন্দ।
শোক জ্ঞাপনকারীরা হলেন, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি এডঃ নিলান্দ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, জেলা কৃষকলীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ূন করিব রেজা, হবিগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম কাউছার আহমেদ।
নেতৃবৃন্দ সংবাদপত্রের এক বিবৃতিতে মরহুম কনক চান বিবি ও আলহাজ্ব আব্দুল মতলিবের রূহের মাগফেরা কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।