স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বজ্রপাতে অনিল সরকার (৫০) নামের কৃষকের মৃত্যু হয়েছে। তিনি জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুড়া গ্রামের নিহত বীনন্দ্র সরকারের ছেলে। গতকাল বুধবার (২১ জুন) বিকেলে জগদীশপুর ইউনিয়নের তেঘরিয়া মাঠে এ ঘটনা ঘটে।
জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ খান গণমাধ্যমকে জানান, ওইদিন বিকেলে অনিল সরকার মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।