স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিভিন্ন ড্রেনের ওপর অবৈধ স্থাপনা তৈরির ফলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃষ্টি হলেই শহরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এতে করে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের শায়েস্তানগর তেমুনিয়া এলাকার পইল যাওয়ার প্রবেশ মুখের দুই পাশে ড্রেনের ওপর অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করা হচ্ছে। একই অবস্থা রয়েছে শহরের অনেক স্থানে। এতে একদিকে পানি নিষ্কাষণ হচ্ছে না, অন্যদিকে যানজট সৃষ্টি হচ্ছে। এই অবৈধ স্থাপনে উচ্ছেদের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।