সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চটিপড়া মামলার রায়ে ৪ জনের কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চটিপড়া দিয়ে চোর ধরার নামে সমাজে অশান্তি সৃষ্টি করে মানহানি করায় একটি আলোচিত মামলার রায়ে ৪ আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ছিফাত উল্লাহ এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্তরা হল- জহিরুল ইসলাম রাসেল, চটিপড়া প্রদানকারী হুজুর বানিয়াচং এর পূর্ব পুকড়া গ্রামের মাওলানা কাসেম বিল্লা নোমান, তুলা রাশির যাজক হবিগঞ্জ সদর উপজেলার গদাইনগর গ্রামের রুবেল মিয়া, একই এলাকার ভঙ্গুরহাটি গ্রামের জামাল মিয়া।
জহিরুল ইসলাম রাসেলের একটি দোকান চুরি হলে চটিপড়ার মাধ্যমে চোর চিহ্নিত করার উদ্যোগ নেয়া হয়। ২০২২ সালের ১৯ আগষ্ট হাজারো উৎসুক জনতার উপস্থিতিতে চটিপড়া দেন মাওলানা কাসেম বিল্লাহ নোমান। তুলা রাশি হিসাবে আনা হয় রুবেল মিয়া ও জামাল মিয়াকে। তারা হঠাৎ করে সুইডেনের একটি মসজিদের ইমাম মাওলানা বশির আহমেদের পুত্র নিতাইরচক গ্রামের মোঃ আব্দুল্লাহকে চোর হিসাবে চিহ্নি করে। এনিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। চটিপড়ার নামে চোর আখ্যায়িত করায় আদালতে মানহানির মামলা দায়ের করেন আব্দুল্লাহ। স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বিচারক মোঃ ছিফাত উল্লাহ অভিযুক্ত জহিরুল ইসলাম রাসেল ও মাওলানা কাসেম বিল্লাহ নোমানকে ৬ মাসের কারাদন্ড, তুলা রাশির যাজক রুবেল মিয়া ও জামাল মিয়াকে ২ মাস করে কারাদন্ড প্রদান করেন। একই সাথে কাসেম বিল্লাহ নোমানকে পরবর্তী জীবনে আর চটিপড়া দেবেন না মর্মে বন্ড প্রদানের আদেশ প্রদান করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট এম এ মজিদ, আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট ইকবাল ভূইয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com