স্টাফ রিপোর্টার ॥ অগ্রগামী নার্সিং কোচিং হবিগঞ্জ শাখার শতাধিক শিক্ষার্থী সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ১৬ জুন সকাল ১০টা থেকে অগ্রগামী নার্সিং ভর্তি প্রস্তুতি প্রোগ্রামের ক্লাসরুমে (প্রেসক্লাবের ৩য় তলায়) চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কাটেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মীর সবুজ ও প্রতিষ্ঠানের পরিচালক মীর সালাহ উদ্দিন, রঞ্জিত বৈষ্ণব, সাহিদুল ইসলাম নিশাদ ও তিশা দেব।
বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক/প্রকাশক মোঃ ফজলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, চুনারুঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, বিসিএস কনফিডেন্স ও ইউসিসির সিনিয়য় শিক্ষক মীর নুরুল আলম সবুজ, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা ছিদ্দিকুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবছরও অগ্রগামী নার্সিং ভর্তি কোচিং হবিগঞ্জ শাখা থেকে অসংখ্য শিক্ষার্থী ঢাকা, সিলেট ও হবিগঞ্জ সরকারি নার্সিং কলেজসহ বাংলাদেশের বিভিন্ন সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে। কৃতি শিক্ষার্থীদের মধ্যে নাজমা আক্তার পলি জাতীয় মেধায় ১২তম, শুক্লা দাস হবিগঞ্জ সরকারি নার্সিং কলেজে ভর্তি পরীক্ষায় ১ম ও লুৎফা খাতুন ৩য় স্থান অধিকার করে। চান্সপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি মোঃ ফজলুর রহমান, প্রধান অতিথি মোহাম্মদ নাহিজ ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।