স্টাফ রিপোর্টার ॥ সিলেটের ভারতীয় হাই কমিশনার নিরাজ কুমার জয়সয়াল বলেছেন, যোগ ব্যায়াম মানুষের শরীর ও মন উভয় ভালো রাখে। অনেক রোগবালাই থেকে মুক্তি লাভ করা যায়। এটি অন্যান্য ব্যায়ামের মতো কঠিনও নয়। তাই নিজেরা সুস্থ থাকতে যোগ ব্যায়াম করতে হবে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে স্বামী বিবেকানন্দ ইয়োগা সংঘ এক অনুষ্ঠানের আয়োজন করে। হবিগঞ্জ শহরের ঘাটিয়া এলাকায় শ্রী শ্রী রাধাগোবিন্দ আখড়ায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, সিলেটে কর্মরত ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রীযুক্ত নিরাজ কুমার জয়সয়াল। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এডভোকেট মো. আব্দুল মজিদ খান এমপি। বিশেষ অতিথি ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী, শরীফ উল্লাহ, ডা. অসিত রঞ্জন দাস, এডভোকেট প্রমথ সরকার। উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রকৌশলী, ডাক্তার, সাংবাদিক, শিক্ষার্থী, পেশাজীবী, শ্রমজীবীসহ নানা পেশার মানুষ। যোগ ব্যায়াম পরিচালনা করেন আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত ইয়োগা ইনস্ট্রাক্টর কেশব মিত্র। সঞ্চালনায় ছিলেন প্রমোদ সাহাজি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রঞ্জিত সরকার, প্রকৌশলী ফনি ভূষন দাস।