ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় ট্রান্সফরমার চুরির সময় ট্রান্সফরমার চোর চক্রের ৩ সদস্যকে আটক করে উত্তম মাধ্যম দিয়েছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। গতকাল রবিবার বিকেলে নবীগঞ্জ থানা পুলিশ চোরচক্রের ৩ সদস্যকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হলেন- নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের ঈসমাইল মিয়ার ছেলে শাহনেওয়াজ মিয়া (৩৫), বানিয়াচংয়ের বন-শিবপাশা গ্রামের মৃত আমরু মিয়ার ছেলে আমিন মিয়া (৩৫), বাহুবলের হিমেরগাঁও গ্রামের মৃত খুরর্শেদ মিয়ার ছেলে রোকন মিয়া (৩৩)। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়- রবিবার দিবাগত মধ্যরাতে একদল চোরচক্র গজনাইপুর ইউনিয়নের লামরোহ গ্রামের লেবু মিয়ার বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে চোরচক্রের ৩ সদস্যকে চুরিকৃত ট্রান্সফরমার ও চোরাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাসহ আটক করে। এ সময় স্থানীয় লোকজন চোরদের উত্তম মাধ্যম দিয়ে আটকে রাখে। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরিকৃত ২৫ কেভির ট্রান্সফরমারের মালামাল ও চোরাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করে এবং আটককৃতদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় রবিবার দুপুরে পল্লী বিদ্যুৎতের নবীগঞ্জ জোনাল অফিসের সহকারী জোনাল কর্মকর্তা জুয়েলুর রহমান বাদী হয়ে চোরচক্রের ৩ সদস্যকে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, মামলা দায়েরের পর আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কী না তা গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হবে।