স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বৃষ্টির পানি নিস্কাশনে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযানের বিশেষ তদারকি করেছেন মেয়র আতাউর রহমান সেলিম। শুক্রবার ও শনিবার দুইদিনই দিনের বেলা ও রাতে মেয়র শহরের বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন। হবিগঞ্জ শহরের যে সকল ড্রেনে প্রতিবন্ধকতা রয়েছে সে সকল স্থানে নিয়োজিত ষ্টাফ ও পরিচ্ছন্নতাকর্মী দিকনির্দেশনা দেন মেয়র। তিনি হবিগঞ্জ শহর হতে বৃষ্টির পানি বের হয়ে যাওয়ার বড় ড্রেন সমূহ পরিদর্শন করে পানি প্রবাহ চলমান রয়েছে কিনা তা পর্যবেক্ষন করেন। দুপুরে তিনি আনোয়ারপুর হতে জালালাবাদ যাওয়ার রাস্তার পাশে খাল পরিদর্শন করেন। এই খাল হয়েই শহরের পানি ভাটিতে নিস্কাশিত হয়। পৌর এলাকার বাইরে জালালাবাদ রাস্তার পাশে বড় একটি বাঁধ তিনি চিহ্নিত করেন যেখানে পানি নিস্কাশন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছিল। মেয়র আতাউর রহমান সেলিম বৃষ্টির মধ্যেই পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে বাঁধ কেটে দেয়ার ব্যবস্থা করেন। বাধ কেটে দেয়ার পর প্রবল বেগে পানি নিস্কাশিত হওয়া শুরু হয়। মেয়র পৌরসভার ড্রেন সমূহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের সর্তক করে বলেন অবৈধ স্থাপনা সড়িয়ে না নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। হবিগঞ্জ শহরের পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনকালে মেয়র স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলেন। সরেজমিন পরিদর্শন করে তিনি বলেন,‘বেশীরভাগ ড্রেনসমূহে বিচ্ছিন্নভাবে ময়লা আবর্জনা ফেলার কারনে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।’ তিনি বলেন,‘আমরা পৌরসভার পক্ষ হতে ড্রেনে ময়লা না ফেলার জন্য বারবার প্রচারনা চালিয়েছি। মাইকিং করেছি, লিফলেট বিতরন করেছি এমনকি শহরের ১২শ টমটমের পিছনে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য আহবান সম্বলিত স্টিকার লাগানো বাধ্যতামুলক করেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, ড্রেনে ময়লা আবর্জনা ফেলা কোনভাবেই থামছে না। যে কারনে একটি ড্রেন পরিস্কার করার পর পরই আবার ময়লা-আবর্জনায় পরিপূর্ন হয়ে যায়।’ তিনি বলেন, ‘ড্রেনে ফেলা ময়লা-আবর্জনাই পানি নিস্কাশনের অন্যতম অন্তরায় হয়ে দাড়িয়েছে।’ তাছাড়া ড্রেনের জায়গা অবৈধ দখল, ড্রেনকে নিজের সুবিধার জন্য সরু করে ফেলা, ড্রেনের উপরে অবৈধ স্থাপনা বসানো ইত্যাদি কারনেও পানি নিস্কাশন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়।’ মেয়র আতাউর রহমান সেলিম বলেন,‘শহরে দীর্ঘদিন ধরে যে বিল্ডিংগুলো গড়ে উঠেছে সেগুলোর অনেকটাই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। অনেকেই বাসা-বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করার সময় বিল্ডিং কোড অনুসরণ করেনি। ফলে পানি নিস্কাশনের জায়গা সংকুচিত হয়ে পড়েছে।’ মেয়র বলেন,‘গত কদিন প্রবল বৃষ্টিপাত হয়েছে। যে কারনে পানি সড়ে যেতে কিছুটা সময় লেগেছে। তবে পৌরসভা সর্বাত্মক প্রচেষ্টা এবং পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রেখেছে। ফলে শহরের পানি বের হওয়ার বড় ড্রেন সমূহ সচল রয়েছে এবং পুরোমাত্রায় পানি প্রবাহ অব্যাহত রয়েছে।’ মেয়র ড্রেনে বর্জ্য না ফেলার জন্য সচেতনতা সৃষ্টি করতে হবিগঞ্জের সচেতন নাগরিকদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘ড্রেনে ময়লা আবর্জনা না ফেললে বৃষ্টির পানি আরো দ্রুত নিস্কাশিত হবে।’