স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিদ্যুতের ভেলকিবাজীতে জনজীবন নাভিশ^াস হয়ে উঠেছে। কোনো নিয়মনীতি তোয়াক্কা না করেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুত আসা যাওয়া করছে। এতে করে ইলেক্ট্রিক সামগ্রী বিকল হয়ে গেছে। গতকাল শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের শায়েস্তানগরসহ বিভিন্ন এলাকা বিদ্যুতবিহীন ছিলো। বিকালের দিকে আসা যাওয়া করেছে। এতে বাসা বাড়ির মানুষেরা গোসলসহ ঘরের কাজকর্ম করতে পারেননি। গ্রাহকদের অভিযোগ, অন্যান্য দিন মাইকিং করে ঘোষণা দেয়া হয়। কিন্তু গতকাল শনিবার যে বিদ্যুত থাকবে না তা ঘোষণা দেয়া হয়নি। তবে কোনো কোনো গ্রাহক জানান, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছেন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুত থাকবে না। কিন্তু দেখা যায়, দুপুরে বৃষ্টি শুরু করে হলে দুপুর ১২টার দিকে ঘন্টাখানেকের জন্য বিদ্যু দেয়া হয়। পরে বৃষ্টি কমে গেলে আবারও বিদ্যুত চলে যায়। এ ভাবে বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিদ্যুত আসা যাওয়া করতে থাকে। বিদ্যুতের এমন আসা যাওয়ায় ঘরে থাকা ইলেক্ট্রিক সামগ্রী বিকল হয়ে পড়ে। তাছাড়া আকাশ কালো মেঘে ঢাকা থাকায় শহরের অনেক বাসাবাড়ি অন্ধকার হয়ে পড়ে। যে কারণে মোমবাতি জ¦ালিয়ে ঘরের কাজকর্ম সারতে হয়েছে তাদের।