মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারি আতিক গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় পানি বিশুদ্ধ করণ শোধনাগার উদ্বোধন বানিয়াচংয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু ॥ দুইজন গুরুতর আহত জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি মুরাদ আহমদের কৃতজ্ঞতা প্রকাশ মাধবপুরে আওয়ামীলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপি’র বিক্ষোভ জেলা লিগ্যাল এইড কমিটির আলোচনা সভা অনুষ্টিত হবিগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ইউপি সদস্যসহ গ্রেফতারকৃত ২ জন কারাগারে শহরে পণ্য আত্মসাতের ঘটনায় প্রতারকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা হবিগঞ্জ পৌরসভা সফরে জাইকা প্রতিনিধি দল নবীগঞ্জে ঈদের জামাত পড়া নিয়ে খুনের ঘটনায় সুন্দর আলী গ্রেপ্তার

পৌরসভার মেয়রের সীল স্বাক্ষর জাল করে জন্মনিবন্ধন তৈরী করার অভিযোগে আটক ২ জন কারাগারে

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের স্বাক্ষর জালিয়াতি করে জন্মনিবন্ধন তৈরির ঘটনায় আটক দুইজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে রিমাণ্ডের আবেদন করা হয়েছে। এদিকে পুলিশ ওই জালিয়াত চক্রের দুইজনের কাছ থেকে পুলিশসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর ও সীলসহ ভূয়া জন্মনিবন্ধন, আইডি কার্ড এবং সাটিফিকের্ট জব্দ করেছে। প্রতারকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তাদের দোষ স্বীকার করেছে। আটকরা হল, সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা তাপস দেবের পুত্র অনিক কুমার দেব (২১) ও একই এলাকার মৃত নুর হোসেনের পুত্র আব্দুল আজিজ (২৭)। আটক অনিক কুমার জানায়, আড়াই হাজার টাকার বিনিময়ে ভাঙ্গার পুল এলাকা মোয়াজ টেলিকমের মালিক আব্দুল আজিজ ও তার ভাই সাজিদ তাকে একটি জন্মনিবন্ধন করে দেয়। গত ১৪ জুন জন্মনিবন্ধনটি সত্যায়িত করার জন্য হবিগঞ্জ পৌরসভায় গেলে ফটোকপি দেখে মেয়র সেলিম মূল কাগজটি দেখতে চান। মূল কাগজটি দেখে সন্দেহ হলে পৌরসভার অন্যান্য কর্মকর্তাদের যাচাই করতে বলেন। তারা যাচাই করে দেখেন সীল ও সনদ জাল। এ সময় অনিককে আটক করেন। বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ এসে অনিককে হেফাজতে নেয়। অনিকের স্বীকারোক্তি মতে আব্দুল আজিজ কে তার দোকান মুয়াজ টেলিকমকে থেকে আটক করেন এবং তল্লাশী করে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সীলমোহরসহ তৈরিকৃত কাগজপত্র উদ্ধার করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে আজিজ জানায়, ইতোপূর্বেও সে বিভিন্ন জনের স্বাক্ষর জাল করে কাগজপত্র মানুষকে দিয়েছেন। বিনিময়ে সে টাকা পেয়েছে। ১৪ জুন রাত ১২টার দিকে পৌরসভার কর্মচারি স্যানেটারি ইন্সপেক্টর অবনি কুমার দাশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। মামলার কর্মকর্তা এসআই রুবেল দাশ জানান, অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। সীলমোহর জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ডে আনলে আরও রহস্য উদঘাটন হবে এমনকি কারা জড়িত আছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com