সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে ৬৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১২৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে ৬৩ কেজি গাঁজা উদ্ধার ও ২ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে- জাহাঙ্গীর মিয়া (৩৫) এবং সজিদ মিয়া (২৭)।
চুনারুঘাট থানা সূত্রে জানা যায়, সোমবার (১২ জুন) রাত ১০টার দিকে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার দেওরগাছ গ্রামের জাহাঙ্গীর এর বাড়িতে এক বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশ প্রথমে জাহাঙ্গীরের বসত ভিটা ঘেরাও করে। তখন জাহাঙ্গীর গাঁজা গুলো পাচারের প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ তাকে গাঁজা সহ আটক করে। উদ্ধারকৃত গাঁজা গুলো চটের বস্তার ভিতরে ৯টি প্লাস্টিকের ব্যাগে ছিল। যার পরিমাণ ৮টি ব্যাগে ৬ কেজি করে এবং ১ ব্যাগে ৫ কেজি মোট ৫৩ কেজি। আটককৃত জাহাঙ্গীর উপজেলার দেওরগাছ গ্রামের আঃ হাসিম এর পুত্র।
অপর দিকে মঙ্গলবার (১৩ জুন) ভোর সাড়ে ৫টায় চুনারুঘাট থানার এসআই লিটন রায়ের নেতৃত্বে একদল পুলিশ রাজার বাজার নামক স্থানে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও একটি সিএনজি সহ সজিদ নামের এক জনকে আটক করে। আটককৃত সজিদ উপজেলার পশ্চিম ডুলনা গ্রামের সজলু মিয়ার পুত্র। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com