সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান পৌর শ্মশানঘাটে পৌরসভার উন্নয়ন কাজ এবং পৌর হকার্স মার্কেট পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় তিনি শ্মশানঘাট এলাকায় যান। এ সময় সাথে ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। পৌর বর্তমান পৌর পরিষদ দায়িত্ব গ্রহন করার পর হতে শ্মশানঘাটে বিভিন্ন উন্নয়ন কাজ তারা ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও শ্মশানঘাট এলাকায় পৌরসভার নবনির্মিত পৌর হকার্স মার্কেট পরিদর্শন করেন তারা। এর আগে পিটিআই রোডে হবিগঞ্জ পৌরসভার ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য দেন ইশরাত জানান। বেলা ১১ টা হতে দুপুর ২ টা পর্যন্ত হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে আয়োজিত ফ্রি-মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রফিকুল আলম ও স্বাচিপ হবিগঞ্জের সিনিয়র সহসভাপতি ডাঃ অসিত রঞ্জন দাশ। জেলা প্রশাসক হবিগঞ্জ পৌরসভার স্বাস্থ্য কার্যক্রমের উদ্যোগকে স্বাগত জানান। তিনি এ স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে জনগণ তাদের প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ উদ্যোগের জন্য তিনি মেয়র আতাউর রহমান সেলিমসহ পৌর পরিষদকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক। জেলা প্রশাসক হবিগঞ্জের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে পৌরসভার ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন। দীর্ঘদিনের আবর্জনার স্তুপ নতুন ডাম্পিং স্টেশনের অপসরনে জেলা প্রশাসক ইশরাত জাহানের সহযোগিতার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র আতাউর রহমান সেলিম। স্বাগত বক্তব্য রাখেন, হবিগঞ্জ পৌরসভার স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পৌরকাউন্সিলর সফিকুর রহমান সিতু। অনুষ্ঠান উপস্থাপনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। আরো উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর প্রিয়াংকা সরকার। ক্যাম্পে বিনামূল্যে রোগী দেখেন ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসাল্টেন্ট (মেডিসিন) ডাঃ মিহির কান্তি অধিকারী, মেডিকের অফিসার (শিশু চিকিৎসক) ডাঃ দেবাশীষ দাশ ও সিভিল সার্জন কার্যালয়ের সহকারী সার্জন ডাঃ আনিকা তাবাস্সুম। ফ্রি মেডিকেল ক্যাম্পে পৌর এলাকার প্রায় ২শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়। এছাড়াও রোগীদের প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে বিতরণ করা হয়। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ইশরাত জাহান ও মেয়র আতাউর রহমান সেলিম শহরের শ্মশানঘাটে পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করেন। সাথে সাথে তিনি পরিদর্শন করেন পৌরসভার নির্মিত পৌর হকার মার্কেট।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com