সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১০০ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ আজ ১৪ জুন সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের ২৪তম মৃত্যুবার্ষিকী। এই দিনে প্রোটন দাশ গুপ্ত মারা যান।
সাংবাদিক প্রোটন দাশ গুপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন জাতীয় দৈনিক লাল সবুজের মাধ্যমে সাংবাদিকতায় হাতেখড়ি। এছাড়া কাজ করেছেন তৎকালীন সাপ্তাহিক সুগন্ধা পত্রিকায়। তিনি ছিলেন লাখাই প্রেসক্লাবের সিনিয়র সভাপতি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাতীয় পরিষদের সদস্য।
উল্লেখ্য, সাংবাদিক প্রোটন দাশ গুপ্ত কে ১৯৯৯ সালের ১৪ জুন রাতে হবিগঞ্জ বাস স্ট্যান্ডে নির্মমভাবে হত্যা করা হয়। হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার স্বজন গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা ছিলেন হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ সুভাষ দাশ গুপ্ত ও মাতা রেণু বালা দাশ গুপ্তা। ৪ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
এ ব্যাপারে সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের ছোট ভাই সাংবাদিক আশীষ দাশ গুপ্ত জানান, প্রতি বছর উনার মৃত্যুবার্ষিকীতে আমরা পারিবারিকভাবে ধর্মীয় রীতিনীতি মেনে বিদেহী আত্মার শান্তি কামনার্থে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করি। তাছাড়া মন্দিরে বিশেষ প্রার্থনা করি। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও লাখাইয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ বছরের ১৪ ও ১৫ জুন দিবসটি পালন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com