স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারও বিদ্যুত ভেলকিবাজি শুরু করেছে। আবারও কয়েক ঘণ্টা করে লোডশেডিং করা হচ্ছে। গত দুই দিন ধরে আবহাওয়া একটু শীতল থাকায় সাধারণ মানুষ কিছুটা স্বস্থি পেলেও বিদ্যুত না থাকার কারণে দৈন্যন্দিন কাজকর্ম করতে ভোগান্তিতে পড়েন শহরবাসী।
এ ছাড়া পূর্বের ন্যায় দিনের বেলা লোডশেডিং করা হলেও ভোর রাতে ঘুমের সময় একাধিকার লোডশেডিং করা হয়। যে কারণে বয়স্ক, শিশুসহ অসুস্থ লোকজনের ঘুমের ব্যাঘাত ঘটছে। অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠানের কাজের বিঘ্ন ঘটছে। ইলেক্ট্রিক সামগ্রী নষ্ট হচ্ছে। সম্প্রতি সড়ক অবরোধ করে আন্দোলন হলে লোডশেডিং তেমন একটা হয়নি। কিন্তু দুইদিন যেতে না যেতেই পূর্বের কার্যকলাপ শুরু করেছে পিডিবি।