নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ বিজিবি’র হাতে আটক ভারতের উত্তর প্রদেশের নাগরিক ত্রিপুরা হয়ে কেনো বাংলাদেশে অনুপ্রবেশ করলো, কি বা উদ্দেশ্য তা জানতে আদালতের কাছে রিমান্ড প্রার্থনা করেছে চুনারুঘাট থানা পুলিশ। রবিবার রিমান্ড শুনানীর কথা রয়েছে বলে জানান চুনারুঘাট থানার ওসি রাসেদুল হক। গত বুধবার রাতে উপজেলার সীমান্ত গ্রাম চিমটিবিল খাসপাড়া থেকে ভারতীয় নাগরিক সন্ধীপ কুমার সিংহ (৩৫) কে আটক করে চিমিবিল বিওপি’র বিজিবি। সন্ধীপের বাড়ি ভারতের উত্তর প্রদেশে বলে জানা গেছে। বিজিবি তার বিরুদ্ধে অবৈধবাবে সীমান্ত আইন লংঘন করে অনুপ্রবেশের অভিযোগ এনে থানায় সোপর্দ করেছে। বৃহস্পতিবার বিকালে সন্ধীপকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেছে পুলিশ। আটক সন্ধীপ হিন্দিতে কথা বলে। বিজিবি’র মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধীপকে আহম্মদাবাদ ইউনিয়নের সীমান্তঘেঁষা চিমটিবিল গ্রাম থেকে আটক করে বিজিবি’র টহল দল। সন্ধীপের বাড়ি ভারতের উত্তর প্রদেশের সীতামনি জেলার ডুমরি গ্রামে। তার বাবার নাম সুনিলাল সিংহ। সন্ধীপ কেনো বাংলাদেশে অনুপ্রবেশ করলো সে বিষয়ে তেমন তথ্য জানা সম্ভব হয়নি তবে সন্ধীপের বিষয়ে বিস্তারিত জানতে পুলিশ সব ব্যবস্থা নিয়েছে। ওসি রাসেদুল হক বলেন, সন্ধীপের আসল পরিচয়, অনুপ্রবেশের কারনসহ বিস্তারিত তথ্য দেয়া যাবে অধিকতর জিজ্ঞাসাবাদের পর। পুলিশ অনুপ্রবেশের এ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।