লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে দৈনিক যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার লাখাই উপজেলা পরিষদ সভাকক্ষে কেক কাটেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম। এ সময় উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, যায়যায়দিন লাখাই প্রতিনিধি মহসিন সাদেক সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।